Solution
Correct Answer: Option A
- যদিও প্রাচীন মিশরীয়রা প্যাপিরাস নামক এক ধরণের লেখার মাধ্যম তৈরি করেছিল, যা কাগজের পূর্বসূরি হিসেবে পরিচিত, তবে আধুনিক কাগজের আবিষ্কারক হিসেবে চীনা সভ্যতাকেই কৃতিত্ব দেওয়া হয়।
মিশরীয় প্যাপিরাস:
- মিশরীয়রা নীল নদের তীরে জন্মাতো প্যাপিরাস নামক উদ্ভিদ থেকে এক ধরণের মোটা লেখার উপকরণ তৈরি করত।
- তারা উদ্ভিদের কাণ্ডকে ফালি করে, সেগুলো একসাথে জুড়ে চাপ দিয়ে শুকিয়ে লেখার উপযোগী করে তুলত। এটি কাগজসদৃশ হলেও প্রকৃত কাগজ ছিল না।
চীনের কাগজ আবিষ্কার:
- প্রায় ১০৫ খ্রিস্টাব্দে চীনের হান রাজবংশের একজন কর্মকর্তা সাই লুন (Cai Lun) আধুনিক কাগজ তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেন।
- তিনি গাছের ছাল, ছেঁড়া কাপড়, মাছ ধরার জাল এবং অন্যান্য তন্তু জাতীয় জিনিস পানিতে ভিজিয়ে মণ্ড তৈরি করে তা থেকে পাতলা আস্তরণ শুকিয়ে কাগজ তৈরি করেন, যা আজকের কাগজের ভিত্তি।
- এই প্রযুক্তিই পরবর্তীতে মুসলিম বিশ্বের মাধ্যমে ইউরোপে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।