Solution
Correct Answer: Option D
BRICS: একটি উদীয়মান অর্থনৈতিক জোট
- ২০০৮ সালের ১৬ মে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে “BRIC” নামের একটি অর্থনৈতিক জোটের সূচনা হয়।
- ২০১০ সালের শেষদিকে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে, ২০১১ সালে এই জোট “BRICS” নামে পূর্ণাঙ্গ রূপ লাভ করে।
- বিকল্প অর্থনৈতিক কাঠামো তৈরি করা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষেত্রে যৌথ কণ্ঠস্বর প্রতিষ্ঠা করা।
- BRICS-এর কোনো স্থায়ী সদরদপ্তর নেই।
প্রধান উদ্যোগ
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB):
- ২০১৫ সালে প্রতিষ্ঠিত।
- সদরদপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।