জাতিসংঘ সনদের অধ্যায় কয়টি? 

A ১৯টি 

B ২০টি 

C ২১টি 

D ২২টি 

Solution

Correct Answer: Option A

• জাতিসংঘ সনদটি হচ্ছে একটি সংবিধান। এতে রয়েছে ঐসব উদ্দেশ্য ও মূলনীতি যেগুলোকে ভিত্তি করে জাতিসংঘ প্রতিষ্ঠিত। একই সঙ্গে এটি একটি চুক্তি, যাতে একটি দেশ সাক্ষর দেয় এবং জাতিসংঘের সদস্য হলে যার প্রতি সম্মান প্রদর্শনে সম্মত হয়। ১১১টি ধারা সংবলিত এ সনদ ১৯টি অধ্যায়ে বিভক্ত। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions