Solution
Correct Answer: Option A
• জাতিসংঘ সনদটি হচ্ছে একটি সংবিধান। এতে রয়েছে ঐসব উদ্দেশ্য ও মূলনীতি যেগুলোকে ভিত্তি করে জাতিসংঘ প্রতিষ্ঠিত। একই সঙ্গে এটি একটি চুক্তি, যাতে একটি দেশ সাক্ষর দেয় এবং জাতিসংঘের সদস্য হলে যার প্রতি সম্মান প্রদর্শনে সম্মত হয়। ১১১টি ধারা সংবলিত এ সনদ ১৯টি অধ্যায়ে বিভক্ত।