Solution
Correct Answer: Option B
- ফ্রান্সের আইনসভার নাম পার্লামেন্ট।
- ফ্রান্সের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। এর উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্ন কক্ষের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি।
- ফ্রান্সের আইনসভা দুটি কক্ষ নিয়ে গঠিত: সিনেট এবং ন্যাশনাল অ্যাসেম্বলি।
- সিনেট হল উচ্চকক্ষ, যেখানে ৩৪৮ জন সদস্য রয়েছেন।
- ন্যাশনাল অ্যাসেম্বলি হল নিম্নকক্ষ, যেখানে ৫৭৭ জন সদস্য রয়েছেন।
- আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং সরকারের কাজকর্ম তদারকি করাই হল পার্লামেন্টের প্রধান কাজ।
- ফ্রান্সের পার্লামেন্ট প্যারিসে অবস্থিত।