Solution
Correct Answer: Option B
- যা থেকে কোনো কিছু বিচ্যুত, জাত, গৃহীত, বিরত বা উৎপন্ন হয়, তাকে অপাদান কারক বলে।
- 'তিলে তৈল হয়' বাক্যটিতে তিল থেকে তৈল উৎপন্ন বা জাত হচ্ছে বোঝাচ্ছে।
- এখানে 'তিল' শব্দটি অপাদান কারক এবং এর সাথে 'এ' বিভক্তি যুক্ত থাকায় এটি অপাদানে সপ্তমী বিভক্তি।