Solution
Correct Answer: Option A
- নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (এন.বি হ্যালহেড) ১৭৭৮ সালে 'A Grammar of the Bengali Language' নামে একটি বই প্রকাশ করেন, যা বাংলা ভাষার একটি উল্লেখযোগ্য ব্যাকরণ গ্রন্থ হিসেবে স্বীকৃত।
- যদিও এর আগে ১৭৩৪-৪২ সালের মধ্যে পর্তুগিজ ধর্মযাজক মানোএল দা আস্সুম্পসাঁউ পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন, হ্যালহেডের কাজটি ছিল প্রভাবশালী এবং এতেই প্রথম বাংলা হরফ ব্যবহৃত হয়েছিল।
- রাজা রামমোহন রায় প্রথম বাঙালি হিসেবে ১৮২৬ সালে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন।