বাংলাদেশে বাস করেন না এমন উপজাতির নাম-

A সাঁওতাল

B মাউরি

C গারো

D মুরং

Solution

Correct Answer: Option B

- সাঁওতাল, গারো এবং মুরং বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং তারা দেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে।
- সাঁওতালরা মূলত উত্তরবঙ্গের দিনাজপুর ও রাজশাহী অঞ্চলে বাস করে।
- গারোদের বসবাস ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে।
- মুরং (ম্রো নামেও পরিচিত) পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় বাস করে।
- অন্যদিকে, মাউরি নিউজিল্যান্ডের আদিবাসী পলিনেশীয় জাতি। তারা বাংলাদেশে বসবাস করে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions