Solution
Correct Answer: Option D
C.G.S. পদ্ধতিটি তিনটি মৌলিক এককের উপর ভিত্তি করে গঠিত:
C for Centimeter (সেন্টিমিটার), যা দৈর্ঘ্যের একক।
G for Gram (গ্রাম), যা ভরের একক।
S for Second (সেকেন্ড), যা সময়ের একক।
সুতরাং, C.G.S. পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার।