৫ থেকে ১১ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?
Solution
Correct Answer: Option D
প্রথমত, ৫ থেকে ১১ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে।
সংখ্যাগুলো হলো: ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১।
এদের মধ্যে মৌলিক সংখ্যা হলো: ৫, ৭, এবং ১১।
এখন এই সংখ্যাগুলোর গুণফল নির্ণয় করতে হবে:
গুণফল = ৫ × ৭ × ১১ = ৩৫ × ১১ = ৩৮৫।