'চৌরাস্তা' কোন সমাসের উদাহরণ?

A দ্বিগু কর্মধারয়

B সংখ্যাবাচক বহুব্রীহি

C অলুক বহুব্রীহি

D সমানাধিকরণ বহুব্রীহি

Solution

Correct Answer: Option A

-কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ হয়, সেগুলােকে দ্বিগু কর্মধারয় বলে। 
-দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
-তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধার‍য় সমাসের অন্তর্ভুক্ত করেছেন।যেমন -
-তিন ফলের সমাহার = ত্রিফলা,
-চার রাস্তার মিলন = চৌরাস্তা।

[ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ এর সংস্করণে দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে।]

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions