'বিমলা-কুমুদিনী' কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?

A ঘরে-বাইরে, যোগাযোগ

B চতুরঙ্গ, যোগাযোগ

C ঘরে-বাইরে, শেষের কবিতা

D চোখের বালি, শেষের কবিতা

Solution

Correct Answer: Option A

রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হলো -
'ঘরে-বাইরে' - নিখিলেস ও বিমলা
'যোগাযোগ' - মধুসূদন ও কুমুদিনী
'চোখের বালি' - বিহারী ও বিনোদিনী।
'শেষের কবিতা' - অমিত, লাবণ্য, কেতকী
'চতুরঙ্গ' - শচীশ, দামিনী, শ্রীবিলাস। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions