মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি?

A সংশপ্তক

B গায়ত্রী সন্ধা

C আগুন পাখি

D জাহান্নাম হইতে বিদায়

Solution

Correct Answer: Option D

যে উপন্যাসের ব্যাপ্তি ও পরিধি মহাকাব্যের মতো বিশাল ও ব্যাপক, যে উপন্যাসে ভাষা ও দ্বন্দ্বে মহাকাব্যের ব্যঞ্জনা থাকে তাকে মহাকাব্যিক উপন্যাস বলে। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘এতে আধুনিক যুগের সমস্ত জটিল সমস্যা, সমস্ত নতুন অনিশ্চয়তামূলক পরীক্ষা, বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ, মানব কল্যাণের পরস্পর বিরোধী আদর্শ অতি সূক্ষ্ম ও নিপুণভাবে আলোচিত হয়।


- ' উপর্যুক্ত দৃষ্টিকোণ থেকে বলা যায় যে, শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জাহান্নাম হইতে বিদায়' (১৯৭১) মহাকাব্যিক উপন্যাস নয়। কারণ, এতে মুক্তিযুদ্ধকালীন সময়ের সংক্ষিপ্ত সময়ের চালচিত্র ফুটে উঠেছে মাত্র; গোটা জাতি বা সমাজ ব্যবস্থাকে ধারণ করেনি।

- শহীদুল্লাহ কায়সার রচিত মহাকাব্যিক উপন্যাস ‘সংশপ্তক’ (১৯৬৫)। এ উপন্যাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত কাল থেকে আন্দোলনের পূর্বকাল পর্যন্ত বাংলাদেশের বায়ান্নর ভাষা সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক পরিবর্তন ও রূপান্তরকে তুলে ধরা হয়েছে।

- হাসান আজিজুল হক রচিত তাঁর পৈতৃক নিবাস বর্ধমানের একটি অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা ওই এলাকার মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদকামী রাজনীতি ও সাম্প্রদায়িকতার যথাযথ রূপায়ণ মহাকাব্যিক ‘আগুনপাখি (২০০৬) উপন্যাস।

- সেলিনা হোসেন কর্তৃক ৩ খণ্ডে বিভক্ত মহাকাব্যিক ‘গায়ত্রী সন্ধ্যা উপন্যাসটি রচিত হয়েছে ১৯৪৭-৭৫ সাল পর্যন্ত দীর্ঘ ২৮ বছরের আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পটভূমিতে।
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions