'শোকার্ত তরবারী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

A শামসুর রাহমান

B আল মাহমুদ

C হাসান হাফিজুর রহমান

D নির্মলেন্দু গুণ

Solution

Correct Answer: Option C

হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থ ‘শোকার্ত তরবারি’ (১৯৮২)। সমসাময়িক বিষয় নিয়ে রচিত এ কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা স্থান পেয়েছে।  ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ এর সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। এতে ৬টি বিভাগে ২২ জন লেখকের লেখা আছে। 
তার রচিত গ্রন্থঃ
- আর্ত শব্দাবলী,
- শোকার্ত তরবারী,
- আধুনিক কবি ও কবিতা,
- আরো দুটি মৃত্যু ইত্যাদি৷





Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions