বিদেশাগত বাংলাশব্দের মধ্যে ভিন্ন জাতীয় শব্দগুচ্ছ কোনটি?
Solution
Correct Answer: Option B
♦ অপশন 'ক' এর আড়ং, রং, মোরগ - ফারসি শব্দ।
♦ অপশন 'খ' এর পোশাক, পছন্দ - ফারসি শব্দ। হিসাব - আরবি শব্দ।
♦ অপশন 'গ' এর আলাদা, লোকসান, জেলা - আরবি শব্দ।।
♦ অপশন 'ঘ' এর দোকান, শনাক্ত, নিশান - ফারসি শব্দ।