Solution
Correct Answer: Option A
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা বিবেচনা করা হয়।
- এটি ১৩ ডিসেম্বর ১৯৪৯ সালে মোসাদ গঠিত হয়। তৎকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ন এটি প্রতিষ্ঠা করেন।
- পৃথিবীর সব জায়গাতে যে কোন পরিস্থিতিতে অপারেশন চালাতে সক্ষম এই এলিট বাহিনী।
- মোসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ঃ হিজবুল্লহা, হামাস, এমএসএস, এফএসবি ইত্যাদি।
- আর্জিন্টিয় পালিয়ে যাওয়া নাৎসি যদ্ধপরাধী এডলফ আইখম্যানকে মাত্র পাঁচজন সদস্য দিয়ে আর্জেন্টিনা থেকে ইসরাইলে ধরে এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
- মোসাদ বহির্বিশ্বে জুয়িশ কমিউনিটির স্বার্থ রক্ষায় কাজ করে।
- এর সদরদপ্তর তেল আবিবে অবস্থিত।