Which Bangladeshi has been awarded the 'Padma Bhushan 2020' by the government of India?
A Syed Muhammad Ali
B Syed Muazzem Ali
C Runa Laila
D Mostafizur Rahman
Solution
Correct Answer: Option B
ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ২০২০ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলীকে ভারতের রাষ্ট্রীয় বেসামরিক পদক 'পদ্মভূষণ' প্রদান করা হয় ।
- তিনি ২০১৪-২০১৯ সাল পর্যন্ত ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ।
- ১৯৫৪ সালে পদ্মভূষণ পুরষ্কার প্রবর্তন করা হয় ।
- কাজী নজরুল ইসলামকেও এই পুরষ্কার দেওয়া হয়।