Which was the world's first electronic computer?

A ENIAC

B EDVAC

C UNIVAC

D IBM

Solution

Correct Answer: Option A

ENIAC(Electronic Numerical Integrated and Computer) এটাই প্রথম প্রোগ্রাম ইনপুট করার মতো ডিজিটাল কম্পিউটার। এ থেকেই কম্পিউটারের প্রজন্ম শুরু হয়। এটি প্রথম ব্যবহার করা হয়েছিল হাইড্রোজেন বোমার ক্যালকুলেশনে। এতে মেমোরি হিসাবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল। প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক কম্পিউটার এনিয়াক-১ (ENIAC-1)। এনিয়াক কম্পিউটার চালু করা হয়েছিল ১৯৪৫ সালে। 

- প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার এডস্যাক (EDSAC)।
- বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটার ইউনিভ্যাক-১ (UNIVAC-1)।

UNIVAC: ১৯৫১ সালে ENIAC এর নির্মাতারা UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন। ইউনিভাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব ̈বহার করা হয়েছিল।

EDVAC: EDVAC কম্পিউটারে সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহের কিছু সুবিধা ছিল।

EDSAC: EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার। তবে অনেকেই একে প্রথম স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার মনে করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions