Earth Hour কর্মসূচি প্রথম কোথায় আয়োজন করা হয়?
A নিউজিল্যান্ডে
B অস্ট্রেলিয়ায়
C স্পেনে
D যুক্তরাজ্যে
Solution
Correct Answer: Option B
- পরিবেশ বিষয়ক সংস্থা World Wide Fund For Nature (WWF) প্রতিবছর মার্চ মাসের শেষ শনিবার পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার কর্মসুচি করা হয়।
- এর প্রথম আয়োজন করা হয় ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে।
- সময় রাত ৮.৩০ মিনিট থেকে ৯.৩০ মিনিট পর্যন্ত।