Where did Leonardo da Vinci draw his famous fresco ''The last Supper''?
A Rome
B Milan
C Venice
D Florence
Solution
Correct Answer: Option B
'The Last Supper' ইতালির বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা দেয়াল চিত্রকর্ম।
- এটি ১৪৯৫-৯৮ সালের মধ্যে ইতালির মিলানের সান্তা মারিয়া দেল গ্রেজির ডাইনিং হলের পিছনের দেয়ালে অংকন করা হয়।
- এ চিত্রকর্মে তিনি ফুটিয়ে তুলেছেন যিশু খ্রিষ্ট ও তাঁর বারো জন শিষ্য নিয়ে মৃত্যুর আগের শেষ নৈশভোজ।