মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয় -
A শব্দ শক্তি
B তরঙ্গ তড়িৎ
C আলোক শক্তি
D তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ
Solution
Correct Answer: Option D
যিনি কল করেন তার কাছ থেকে উৎপন্ন শব্দ তডিৎ শক্তিতে বা চৌম্বকীয় তডিৎ শক্তি রুপান্তরিত হয়ে রিসিভারের কাছে পৌছায় এবং সেখানে এই তডিৎ শক্তি রুপান্তরিত হয়ে শব্দ শক্তিতে রুপান্তরিত হয়।