কিছু পরিমাপক যন্ত্রঃ
- মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার;
- বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র অ্যানিমোমিটার;
- সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্র ক্রোনোমিটার;
- উড়োজাহাজের গতি পরিমাপক যন্ত্রের নাম ট্যাকোমিটার;
- সেক্সট্যান্ট দিয়ে অক্ষাংশ নির্ণয় করা হয়;
- কম্পাস দিক নির্দেশক;
- সিস্মোগ্রাফ ভূমিকম্পন এর মাত্রা পরিমাপক।