Solution
Correct Answer: Option B
- মুহাম্মদ হাবিবুর রহমান রচিত প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান 'যথাশব্দ'। এটি প্রকাশিত হয় ১৯৭৪ সালে। অপরদিকে, অশোক মুখোপাধ্যায়ের 'সংসদ সমার্থ শব্দকোষ' প্রকাশিত হয় ১৯৮৭ সালে।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫-১৯৬৯ খ্রি.) 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (দুই খণ্ড) সম্পাদনা করেন, যা তার জীবনের প্রথম একটি কাজ। শহিদুল্লাহর রচিত খন্ড গুলোকে অশোক মুখ্যপধ্যায় তার রচিত খন্ড গুলো থেকে সমার্থক শব্দের অভিধান সংকলন করেছে
- 'বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধান' -এর প্রধান সম্পাদক জিল্লুর রহমান সিদ্দিকী । '
- বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' -এর সম্পাদক আহমদ শরীফ ।
- 'বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান' সম্পাদনা করেন- ড.মুহম্মদ শহীদুল্লাহ ।