প্রজাতান্ত্রিক চীনের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
A মাও সে তুং
B তেং শিয়াওফিং
C হু ইয়াওপাং
D সান ইয়াত সেন
Solution
Correct Answer: Option D
- সান ইয়াত সেন চীন দেশের নেতা ছিলেন।
- তিনি সেদেশের মানচু রাজবংশের অপশাসনের বিরুদ্ধে লড়ে ছিলেন।
- তিনি বিদেশে থাকা অবস্থায় মানচু রাজবংশের পতন হয়। তিনি রাষ্ট্রপতি হন।
- তিনি প্রজাতন্ত্রী চীনের প্রথম রাষ্ট্রপতি।