সংকট বা আপদকালীন হরমোন কোনটি?
A অ্যাডরিনালিন
B থাইরোক্সিন
C এসট্রোজেন
D পেপসিন
Solution
Correct Answer: Option A
- অ্যাড্রিনালিন হরমোনের অভাবে গায়ের লোম খাড়া হয়ে যায়।
- এটি অ্যাড্রিনাল গ্রন্থির মেডেলা হতে ক্ষারিত হয় এবং আপদকালীন অবস্থায় দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে।
- তাই এটিকে আপদকালীন হরমোন বলা হয়।