শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ৬ বছরে সুদেমূলে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা ৪ বছরে সুদেমূলে ২০৫০ টাকা হবে?
Correct Answer: Option B
ধরি, মূলধন ১০০ টাকা
সুদমূল ২০০ "
সুদ = (২০০ - ১০০) বা ১০০ টাকা
১০০ টাকার ৬ বছরের সুদ ১০০ টাকা
১০০ " ১ " " ১০০/৬ "
১০০ " ৪ " " ১০০×৪/৬ "
= ৬৬ (২/৩) "
সুদমূল (১০০ + ২০০/৩) টাকা
= ৫০০/৩ "
এখন, সুদমূল ৫০০/৩ টাকা হলে মূলধন ১০০ টাকা
" ২০৫০ " " " ১০০×২০৫০×৩/৫০০ "
= ১২৩০ "
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions