'লাহোর প্রস্তাব' কোন সালে গৃহীত হয়?
A ১৯৩৭
B ১৯৪০
C ১৯৪১
D ১৯৪২
Solution
Correct Answer: Option B
লাহোর প্রস্তাবকে পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা বলা হয়ে থাকে।
১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে মুহম্মদ আলী জিন্নাহর এর সভাপতিত্বে মুসলিম লীগের পক্ষ হতে এই ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করা হয়।