Solution
Correct Answer: Option B
- ১৯৯৩ সালের জুন মাসে বিদ্রোহী নেতা ও গোষ্ঠীপ্রধান মোহাম্মদ ফারাহ আইদিদের নেতৃত্বে মিলিশিয়া বাহিনী সোমালিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষা কাজে নিয়োজিত পাকিস্তানি শান্তিরক্ষী বাহিনীর একটি দলের ওপর হঠাৎ আক্রমণ করে। এছাড়া একই বছরের আগস্ট মাসে একটি বোমা হামলার কারণে কয়েকজন মার্কিন মিলিটারি পুলিশ প্রাণ হারায়।
- এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানকার জাতিসংঘের প্রতিনিধি আইদিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
- ইউনাইটেড স্টেটস মেরিন ফোর্সকে আইদিদ ও তার শীর্ষস্থানীয় কমান্ডারদের গ্রেপ্তার করার দায়িত্ব দেওয়া হয়। এই ছোটখাট গ্রেপ্তার মিশনটিই পরে প্রাণঘাতী ‘ব্যাটল অভ মোগাদিসু’-তে পরিণত হয়।
- ১৯৯৫ সালের মধ্যেই সোমালিয়ায় জাতিসংঘের সাহায্য প্রকল্প ব্যর্থতায় পর্যবসিত হয়।
- ফারাহ আইদিদ সোমালি জনগণের প্রশংসা লাভ করেন আমেরিকানদের ‘পরাজিত’ করার জন্য। তিন বছর পর আইদিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।