কোন শহরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ১লা মে 'শ্রমিক দিবস' পালিত হয়?
A নিউইয়র্কে
B মস্কো
C শিকাগো
D লেনিনগ্রাদ
Solution
Correct Answer: Option C
- ১৮৮৬ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের আন্দোলন এবং আত্মত্যাগকে মনে রেখেই এই দিনটি পালিত হয় যথাযথ মর্যাদার সঙ্গে।
- বহু জল গড়ানোর পরে ১৯০৪ সাল থেকে দিনটি পালন করা হতে থাকে।