কত সালে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়?
Solution
Correct Answer: Option C
১৯২২ সালে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় । পতন ঘটে ২৬ ডিসেম্বর ,১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নে ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠিত হবার মধ্য দিয়ে -
রাষ্ট্র ১৫ টি হল -
মধ্য এশিয়ার ৫ টি দেশ-কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান ,তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান।
ককেশাস অঞ্চলের ৩ টি দেশ - আজারবাইজান, আর্মেনিয়া ও জর্জিয়া ।
পূর্ব ইউরোপের ৭টি দেশ রাশিয়া ,বেলারুশ,ইউক্রেন,মালদোভা ,এস্তোনিয়া ,লিথুনিয়া ও লাটভিয়া ।