পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮৪ বছর। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ৫ : ৩ ছিল। ১০ বছর পর এ অনুপাত কত হবে?

A ২৭ঃ১৭

B ১৫ঃ১১

C ১৭ঃ১৩

D ১৯ঃ১১

Solution

Correct Answer: Option B

১০ বছর পূর্বে বয়সের অনুপাত ছিল ৫ঃ৩ 

ধরি, পিতার বয়স x বছর 

       পুত্রের  " (৮৪ - x) " 

১০ বছর পূর্বে তাদের বয়স ছিল যথাক্রমে (x - ১০) ও (৮৪ - x - ১০) বছর 

প্রশ্নমতে, x - ১০/৮৪ - x - ১০ = ৫/৩ 

    বা, x - ১০/৭৪ - x = ৫/৩ 

   বা, ৩x - ৩০ = ৩৭০ - ৫x 

   বা, ৩x + ৫x = ৩৭০ + ৩০ 

   বা, ৮x = ৪০০ 

         x = ৪০০/৮ = ৫০ 

অর্থাৎ বর্তমান পিতার বয়স ৫০ বছর ও পুত্রের ৩৪ বছর । 

১০ বছর পর তাদের অনুপাত ৫০+১০ঃ ৩৪+১০ 

                                = ৬০ঃ৪৪ = ১৫ঃ১১ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions