Which of the following is not a function of the central bank of Bangladesh?
A setting monetary policy
B regulating banking sector
C regulating the non-bank financial institutions
D formulating fiscal policy
Solution
Correct Answer: Option D
১৯৭২ সালে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১২৭ নং আদেশ অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত সাবেক 'স্টেট ব্যাংক অব পাকিস্তান 'এর সব দায় -দায়িত্ব নিয়ে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 'বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ।
-বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলঃ
-- মুদ্রার গতিবিধি প্রক্ষেপণ কর,
-- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করা ,
-- ঋণের প্রক্ষেপণের মাধ্যমে সরকারি
-- বেসরকারি ঋণের যোগান ধার্য করা,
-- মুদ্রা নীতি ঘোষণা,
-- বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয়া,
-- নিকাশ ঘরের দায়িত্ব পালন ।