'স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে/কে চায়?- উক্তিটি কার?
Solution
Correct Answer: Option C
'স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে/কে চায়?-উক্তিটি রঙ্গলাল বন্দোপাধ্যায় রচিত "স্বাধীনতা" কবিতা থেকে নেয়া। কবিতাটি পদ্মিনী উপাখ্যান কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে। টডের অ্যানাল্স্ অফ রাজস্থান থেকে কাহিনীর অংশ নিয়ে তিনি পদ্মিনী উপাখ্যান রচনা করেন।
তাঁর উল্লেখযোগ্য অন্যান্য গ্রন্থগুলো হলো:
- পদ্মিনী উপাখ্যান,
- কর্মদেবী,
- শূরসুন্দরী,
- কাঞ্চীকাবেরী,
- ভেক-মূষিকের যুদ্ধ,
- হোমারের কাব্যের অনুবাদ,
- নীতি কুসুমাঞ্জলি ইত্যাদি।