বাংলাদেশ তার শততম টেস্ট কোন দেশের বিপক্ষে জেতে?
A শ্রীলংকা
B ইংল্যান্ড
C ভারত
D পাকিস্তান
Solution
Correct Answer: Option A
১৫ - ১৯ মার্চ ২০১৭ শ্রীলঙ্কার কলম্বোয় শ্রীলঙ্কা - বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত টেস্ট ম্যাচটি বাংলাদেশের জাতীয় দলের শততম ম্যাচ। এ ম্যাচে বাংলাদেশ দল চার উইকেটে জয়লাভ করে। ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ হন তামিম ইকবাল।