ওডেসা সমুদ্রবন্দর কোন সাগরের অববাহিকায় অবস্থিত?
Solution
Correct Answer: Option D
- ওডেসা কৃষ্ণ সাগরের একটি ছোট বন্দরের পাশে অবস্থিত টেরেসড পাহাড়ের উপরে, ডেনিস্টার নদীর মোহনা থেকে প্রায় ৩১ কিলোমিটার (১৯ মাইল) উত্তরে এবং ইউক্রেনীয় রাজধানী কিয়েভের প্রায় ৪৪৩ কিমি (২৭৫ মাইল) দক্ষিণে অবস্থিত।