বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে-

A মারফোলজি

B টেকনোলজি

C নিউরোলজি

D টপোলজি

Solution

Correct Answer: Option D

কোনো নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কম্পিউটার সমূহ একে অপরের সাথে সংযুক্ত থাকার কৌশলকেই Network Topology বলা হয়। কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত নিম্নোক্ত ছয় ধরনের Topology ব্যবহার করা যায়:
- স্টার টপোলজি বা নেটওয়ার্ক (Star Network)
- রিং টপোলজি বা নেটওয়ার্ক (Ring Network)
- বাস টপোলজি বা নেটওয়ার্ক (Bus Network)
- মেশ টপোলজি বা নেটওয়ার্ক (Mesh Network)
- ট্রি টপোলজি বা নেটওয়ার্ক (Tree Network)
- ক্লাউড কম্পিউটিং (Cloud Computing)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions