নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
A লিনাক্স
B মজিলা
C উবুন্টু
D উইন্ডোজ
Solution
Correct Answer: Option B
জনপ্রিয় অপারেটিং সিস্টেমঃ
১. ডস (DOS-Disk Operating System)
২. ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেম বা ম্যাক ওএস (MAC OS)
৩. ইউনিক্স (UNIX)
৪. লিনাক্স (LINUX)
৫. উইন্ডােজ (WINDOWS)
মজিলা হল ব্রাউজার।