কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?

A অন্য পদ

B উভয়পদ

C পরপদ

D পূর্বপদ

Solution

Correct Answer: Option C

- বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে।
- কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান।
- যেমন: হাসি মাখা মুখ = হাসিমুখ।
- প্রদত্ত উদাহরণে সমস্তপদে পরপদ 'মুখ' এর প্রাধান্য পেয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions