The country with one of the smallest Carbon footprints is -
A Tuvalu
B Japan
C USA
D Russia
Solution
Correct Answer: Option A
বিশ্বের সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী দেশ হল পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র টুভ্যালু ।বর্তমান দেশটি ১০ কিলোটন কার্বন নিঃসরণ করে যা ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ।