Solution
Correct Answer: Option C
- 'বেসাতি' শব্দের আভিধানিক অর্থ হলো কেনাবেচা, ক্রয়-বিক্রয় বা বাণিজ্য।
- এই শব্দটির দ্বারা সওদাগরি বা দোকানদারির মতো বাণিজ্যিক কার্যকলাপকেও বোঝানো হয়।
- অনেক সময়, ফেরিওয়ালা বা ছোট ব্যবসায়ীর বিক্রয়যোগ্য পণ্য বা পসরাকেও বেসাতি বলা হয়ে থাকে।
- তাই, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 'কেনাবেচা' হলো এর সবচেয়ে উপযুক্ত এবং প্রকৃত অর্থ।