লালকেল্লা নির্মাণ করেন কে?

A শায়েস্তা খান

B শাহজানা মোহাম্মদ আজম শাহ্

C সম্রাট শাহজাহান

D সম্রাট আওরঙ্গজেব

Solution

Correct Answer: Option C

- দিল্লির ঐতিহাসিক লালকেল্লা নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান
- তিনি মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নিলে এই দুর্গটি নির্মাণ করেন।
- দুর্গটির নির্মাণকাজ ১৬৩৮ সালে শুরু হয়ে ১৬৪৮ সালে শেষ হয়।
- এর প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমদ লাহোরি, যিনি তাজমহলেরও প্রধান স্থপতি ছিলেন।
- দুর্গটি মূলত লাল বেলেপাথর দিয়ে তৈরি বলে এর নাম হয়েছে 'লালকেল্লা'।
- এর আসল নাম ছিল 'কিলা-ই-মুবারক', যার অর্থ 'আশীর্বাদপুষ্ট দুর্গ'।
- স্থাপত্যশিল্পে অবদানের জন্য সম্রাট শাহজাহানকে 'প্রিন্স অফ বিল্ডার্স' বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions