দ্বিতীয় বিশ্ব যুদ্ধে বাফার স্টেট ছিল?
A পোল্যান্ড
B রোমানিয়া
C বেলজিয়াম
D বুলগেরিয়া
Solution
Correct Answer: Option C
- দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত নিরপেক্ষ দেশকে বলা হয় বাফার স্টেট।
- ১ম ও ২য় বিশ্বযুদ্ধের বাফার স্টেট ছিল বেলজিয়াম।
- সামরিক শক্তিহীন রাষ্ট্র কে বলা হয় Small state.