'OPEC' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

A ভিয়েনা, অস্ট্রিয়া

B রিয়াদ, সৌদি আরব

C বাগদাদ, ইরাক

D তেহরান, ইরান

Solution

Correct Answer: Option A

- OPEC-এর পূর্ণরূপ হলো Organization of the Petroleum Exporting Countries (পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা)।
- এটি ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর ইরাকের রাজধানী বাগদাদে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি: ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনিজুয়েলা
- ১৯৬৫ সাল পর্যন্ত এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় ছিল, এরপর থেকে বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- বর্তমানে এর সদস্য দেশের সংখ্যা ১২টি। (১ জানুয়ারী ২০২৪ তারিখে অ্যাঙ্গোলা OPEC ত্যাগ করে)।
- এর প্রধান লক্ষ্য হলো সদস্য দেশগুলোর তেল নীতির সমন্বয় করা এবং বিশ্ববাজারে তেলের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions