Solution
Correct Answer: Option C
- পৃথগন্ন শব্দটি একটি ব্যঞ্জনসন্ধিজাত শব্দ।
- শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ হলো পৃথক্ + অন্ন।
- ব্যঞ্জনসন্ধির নিয়ম অনুযায়ী, পদের শেষের 'ক্'-এর পরে স্বরবর্ণ ('অ') থাকলে, 'ক্' পরিবর্তিত হয়ে সেই বর্গের তৃতীয় বর্ণ অর্থাৎ 'গ্' হয়।
- প্রদত্ত অন্য বিকল্পগুলো (আক্ষরিক, আগমন, যাদব) প্রত্যয় বা উপসর্গযোগে গঠিত শব্দ, সন্ধিবদ্ধ শব্দ নয়।