Solution
Correct Answer: Option B
- "Once in a blue moon" একটি ইংরেজি বাগধারা (Idiom)।
- এর আক্ষরিক অর্থ হলো, এমন কোনো ঘটনা যা খুব কম বা কদাচিৎ ঘটে।
- বাগধারাটির উৎপত্তি 'ব্লু মুন' নামক একটি মহাজাগতিক ঘটনা থেকে।
- সাধারণত এক মাসে একটি পূর্ণিমা হয়, কিন্তু কোনো মাসে দুটি পূর্ণিমা হলে দ্বিতীয়টিকে ‘ব্লু মুন’ বলা হয়।
- এই ঘটনাটি যেহেতু অত্যন্ত বিরল, তাই "Once in a blue moon" কথাটি খুব কম ঘটে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়।