Solution
Correct Answer: Option B
- "Stride" একটি verb বা ক্রিয়াপদ, যার অর্থ হলো দীর্ঘ পদক্ষেপে হাঁটা।
- এটি একটি Irregular Verb, তাই এর Past Form সাধারণ নিয়ম অনুযায়ী "-ed" যোগ করে গঠিত হয় না।
- "Stride" এর সঠিক Simple Past Tense (V2) রূপটি হলো "Strode"।
- এর Past Participle (V3) রূপটি হলো "Stridden"।