কোন উমাইয়া খলিফার যুগে মুসলমানরা স্পেন জয় করে?
A মুয়াবিয়া বিন আবু সুফিয়ান (রা.)
B ওয়ালিদ ইবনে আব্দুল মালিক
C উমর বিন আব্দুল আজিজ
D আব্দুল মালিক বিন মারোয়ান
Solution
Correct Answer: Option B
- উমাইয়া খলিফারা অল্পদিনের ব্যবধানে মুসলিম সাম্রাজ্যের সীমানা এশিয়া, আফ্রিকা ও ইউরোপ পর্যন্ত বিস্তৃত করেন।
- তাদের আমলে ককেশাস, মধ্য এশিয়া, সিন্ধু, মরক্কো ও স্পেন মুসলিম সাম্রাজ্যের অধীনে আসে।
- উমাইয়া খেলাফতের সীমানা ছিল ৫.৭৯ মিলিয়ন বর্গমাইল।
- খলিফা ওয়ালিদ ইবনে আবদুল মালিকের সময় মুসলিম সাম্রাজ্যের সীমানা ইউরোপ স্পর্শ করে।
- তিনি স্পেনের বিস্তৃত অঞ্চল জয় করেন।