কোন দেশ Gross National Product (GNP)-এর পরিবর্তে Gross National Happiness (GNH) ব্যবহার করে?
A জার্মানি
B ভুটান
C যুক্তরাষ্ট্র
D রাশিয়া
Solution
Correct Answer: Option B
মোট জাতীয় সুখ (GNH) হল অর্থনৈতিক ও নৈতিক অগ্রগতির একটি পরিমাপ যা ১৯৭০-এর দশকে ভুটান দেশটি মোট দেশীয় পণ্যের বিকল্প হিসাবে চালু করেছিল।