Solution
Correct Answer: Option D
- ভেক্টোরিয়া জলপ্রপাতটি জিম্বাবুয়ের উত্তর- পশ্চিমাংশে ও জাম্বিয়ার দক্ষিণ-পূর্বদিকে অবস্থিত যৌথ নদী জাম্বেজি থেকে সৃষ্টি হয়েছে।
- Victoria Falls কে বিশ্বের বৃহত্তর জলপ্রপাত বলা হয় এর প্রস্থ ১.৭ কিলোমিটার, উচ্চতা ১০৮ মিটার।
- প্রতি সেকেন্ডে প্রায় ৩৩, ০০০ ঘনফুট জল পতিত হয়।
- পানি পতনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত ওয়ারিয়া (ব্রাজিল)।
- পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম অ্যাঞ্জেল জলপ্রপাত যার উচ্চতা ৯৭৯ মিটার, এটি ভেনিজুয়েলায় অবস্থিত।