Correct Answer: Option B
LDC-এর পূর্ণরূপ Least Development Country . জাতিসংঘে অনুযায়ী বিশ্বে যে সকল দেশ মানবাধিকার ও আর্থ- সামাজিক উন্নয়নে নিম্ন সুচকে অবস্থান করে LDC হিসেবে পরিচিত ।LDC ধারনায় উদ্ভব ঘটে সর্বপ্রথম ১৯৬০ সালে এবং প্রথমবারের মতো LDC দেশের তালিকা করা হুয় ১৯৭১ সালের ১৮ নভেম্বর ।বর্তমানে LDC ভুক্ত দেশ ৪৭ টি
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৬টি দেশ রয়েছে। এ পর্যন্ত মোট ৬টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ন থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions