Solution
Correct Answer: Option A
- বাংলাদেশের কৃষি ক্যালেন্ডার অনুযায়ী, কার্তিক মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলা হয়।
- এই মৌসুমটি মূলত শীতকালীন এবং এ সময় বৃষ্টিপাত খুব কম হয়।
- এই মৌসুমে উৎপাদিত ফসলকে রবিশস্য বলা হয়, যা সেচের উপর অনেকাংশে নির্ভরশীল।
- গম, বোরো ধান, আলু, মসুর, সরিষা ইত্যাদি এই মৌসুমের প্রধান ফসল।
- অন্যদিকে, বর্ষাকালীন মৌসুমকে খরিপ মৌসুম বলা হয়, যা চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত বিস্তৃত।